
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাটে হাতে নাতে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে জনতা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর/২৪ ইং) সকাল সাড়ে সাত টার দিকে এ ঘটনা ঘটে। ওই চোরের নাম ফরহাদ হোসেন, পিতার নাম মৃত আব্দুল করিম’ মা ময়ফুল বলে জানিয়েছে অভিযুক্ত ফরাদ । ওই চোরের বাড়ী রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া এলাকায় । উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দিতে থাকলে স্থানীয় রা উদ্ধার করে ইউপি ভবনে আটক রেখেছে ।
সাবাইহাট থেকে মাঝে মধ্যে মোটরসাইকেল, চার্জার ভ্যান, সাইকেল চুরির ঘটনা ঘটে। বেশকিছু দিন পূর্বে মোস্তফা গার্মেন্টস এর সামনে থেকে গোলাম মোস্তফার পাল্সার মোটরসাইকেল চুরি যায়। গত ৫ অক্টোবর সাবাই হাট থেকে চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটেছিল। ভ্যানচালক মামলা করতে রাজি না হওয়ায় , চোরকে ছেড়ে দেয় থানা পুলিশ।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নাই।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান মুঠোফোনে জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি ।