
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকা শিবনগর হতে তাকে গ্রেফতার করা হয়।
৯,৩৯৫ পিস ইয়াবা ও একটি সিএনজিসহ মোঃ তাজুল ইসলাম (৬০) নামের এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি’র সদস্যরা।
বুধবার(১৩ নভেম্বর) সকালে গ্রেফতার হওয়া ইয়াবা কারবারি তাজুল ইসলাম, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবনগর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস সালাম এর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে
কর্নেল বাজার বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত পিলার ২৫-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারকোট নামক স্থান হতে মাদক সহ গ্রেফতার করা হয়। পরে গাড়ি সহ কারবারির নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আখাউড়া থানায় সোপর্দ করা হয়।