
শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৪-২৫ ইং অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে কৃষি অফিসের উদ্যোগ
১০ হাজার ৫ শত জন কৃষান-কৃষানীর মাঝে প্রত্যেককে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে সার-বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, সাইফুল ইসলাম খান এবং পৌর এলাকা ও উপজেলার ১২টি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ প্রমুখ।