
আমিনুল ইসলামকে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করায় রাজধানীর উত্তরায় আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল ও শ্রমিকদল।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল আহমেদ ও শ্রমিকদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উত্তরায় মিছিলটি করা হয়।
মিছিলটি উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ থেকে বের হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী হয়ে হাউজবিল্ডিং পর্যন্ত এবং সেখান থেকে খালপাড় পর্যন্ত গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলের এক পর্যায়ে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শিমুল আহমেদ বলেন, ‘উত্তরার মাটি বিএনপি’র ঘাটি। কোন প্রকার ষড়যন্ত্র হলে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। কোনভাবেই ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতাকর্মীদের উত্তরার মাটিতে জায়গা হবে না।’