ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং

ব্যবস্থা বদলের মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে:-সিপিবির সাধারণ সম্পাদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন দীর্ঘ ৩৪ বছর আগে স্বৈরাচার এরশাদকে উচ্ছেদ করা হলেও গণতন্ত্র মুক্তি পায়নি। এরপর থেকে যারা ক্ষমতায় ছিল তারা তিন জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি। দীর্ঘদিন ধরে স্বৈরশাসন দেশবাসীর কাঁধে ভর করেছিল। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করতে হবে।

জনসভায় রুহিন হোসেন প্রিন্স বলেন, ছাত্র শ্রমিক জনতা বুকের রক্ত দিয়ে স্বৈরশাসকদের উচ্ছেদ করার পরও রাষ্ট্রের ওপর নতুন করে স্বৈরাচার চেপে বসে। স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ ছাড়া গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা যাবে না। তাই পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদের সংগ্রাম বেগবান করতে হবে। এজন্য যার যার দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্য গড়ে তুলে নীতি নিষ্ঠ রাজনৈতিক শক্তির পতাকাতলে তাদের সমবেত করতে হবে।

বর্তমান সরকারের তিন মাস পেরিয়ে গেলেও এখনো জনজীবনে শান্তি আসেনি উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় মানুষের মধ্যে হতাশা কাজ করছে। পতিত স্বৈরাচার ও দেশী-বিদেশী অপশক্তি নানা ধরণের অপতৎপরতা চালাচ্ছে।
এই সরকারের অন্যতম করণীয় হলো নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া। এজন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান, ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং ব্যবস্থা বদলে সংগ্রাম অগ্রসর করতে হবে।
গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা ধানহাটি মাঠে কমিউনিস্ট পার্টি বোদা উপজেলা কমিটির উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আশরাফুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রহিদুল ইসলাম মিন্টু, বোদা উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড শামীম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিবি বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড় লিহাজ উদ্দীন মানিক। জনসভার আগে এক শোষিণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রার বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোদা ধানহাটি মাঠের জনসভায় এসে শেষ হয়।
সন্ধ্যায় উপজেলার সাকোয়া হাসপাতাল চত্বরে সিপিবি বোদা উপজেলা কমিটির সভাপতি দীপক কুমার দে বাবলুর সভাপতিত্বে অপর একটি পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

শেয়ার করুনঃ