
হাতিয়া নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন হাতিয়া নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। ১১নভেম্বর হাতিয়ায় যোগদান করেন এই নবাগত ইউএনও।
আজ সোমবার (১২ নভেম্বর) ইউএনওর অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী ভূমি) মিলটন চাকমা, এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকে মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
এসময় মত বিনিময়কালে নবাগত ইউএনও বলেন, সুন্দর দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে গণমাধ্যম কর্মীরা।তাই গণমাধ্যম কর্মীদের সাথে সুন্দর একটি উপজেলা গঠনে একযোগে কাজ করতে চাই। আর এজন্যই সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি।
এছাও মত বিনিময়কালীন সময়ে হাতিয়া প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন কিরণ বলেন, হাতিয়ার গণমাধ্যম কর্মীরা আপনার সহযোগিতা পেলে বাল্যবিবাহ রোধসহ সমাজ পরিবর্তনের লক্ষ্যে সুন্দর একটি উপজেলা গঠন করবে হাতিয়ার গণমাধ্যম কর্মীরা।
মোবাইল -01725907810