ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

১৫ বছরের আন্দোলনের ফসল হাসিনার পতন: ওয়াদুদ ভুইয়া

নুরুল আলম: কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি।

একদিনে বিজয় অর্জিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, ১৫ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, বিএনপির হাতেই দেশ ও জনগন নিরাপদ।

সোমবার (১১ নভেম্বর) বিকালে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো বিএনপির দুর্গখ্যাত মাটিরাঙ্গায় ভয়হীন পরিবেশে বড় কোন জনসমাবেশে বক্তব্য রাখলেন ওয়াদুদ ভুইয়া। সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে থাকে। বেলা ১১টার আগেই কানায় কানায় পুর্ন হয়ে যায় সমাবেশস্থল। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কোথাও তিল ধারনের ঠাই ছিলনা।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খান সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে খাগাড়ছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, খাগাড়ছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা জাকিয়া জিনাত বীথি, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধূরী, সাধারন সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অতীতেও বিএনপি কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে মন্তব্য করে ওয়াদুদ ভূইয়া পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টে যে কোন ধরণের চক্রান্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।

সমাবেশে খাগাড়ছড়ি জেলা যুব দলের সভাপতি মো. মাহবুবুল আলম সবুজ, খাগাড়ছড়ি জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহেনা আকতার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠিনক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম, বড়নাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হক, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান সজল, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ও পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল মান্নান রানা প্রমুখ ছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ