ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান

শেরপুরে কলেজ ছাত্র সুমনের মরদেহ অপহরণের ৭ দিন পর উদ্ধার

বিধি তুমি বলে দাও আমি কার সুমন নাকি রবিনের এভাবেই ত্রিভুজ প্রেমের বলি হয়েছে শেরপুর সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমন মিয়া। আন্নি প্রেম করতো দুজনের সাথে কিন্তু একজনকে তো ছাড়তে হবে তাই প্রেমিকা আন্নি আক্তারের সহযোগিতায় আরেক প্রেমিন রবিন সুমনকে বিয়ের কথা বলে নিজ বাসায় ডেকে নিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। অপহরণের ৭ দিন পর সোমবার গভীর রাতে ওই মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ। সুমন শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় প্রেমিকা আন্নি আক্তার, প্রেমিকার বাবা আজিম উদ্দিন ও প্রেমিকার অপর প্রেমিক রবিনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় প্রেমিকা আন্নির উপস্থিতিতে আরও ২-৩ জন যুবক জোরপূর্বক সুমনকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন সুমনের বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কয়েক দিনেও সুমনের সন্ধান না পেয়ে রোববার তার মা-বাবা, স্থানীয় এলাকাবাসী ও বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে সুমনকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

পরে রাতেই অভিযোগটি এজাহারভুক্ত করে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে আন্নির পিতা শিক্ষক আজিম উদ্দিন ও প্রেমিকা আন্নি আক্তারকে (১৯) গ্রেফতার করে পুলিশ। পরে আন্নির দেওয়া তথ্যে ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ থেকে আন্নির অপর প্রেমিক পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে রবিন ওরফে রনিকে আটক করে পুলিশ। রবিনকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার জট খোলে। পরে সোমবার গভীর রাতে শেরপুর শহরের সজবরখিলাস্থ রবিনের বাড়ির উঠানে তার দেখানো জায়গা থেকে সুমন মিয়ার লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সুমনের স্বজনরা আন্নি ও রবিনসহ জড়িতদের ফাঁসি দাবি করেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, সুমন ও আন্নির মাঝে প্রেমের সম্পর্ক ছিল এবং অপহরণের পর আন্নি সুমনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যায় রবিনের বাড়িতে। অন্যদিকে রবিনের সাথেও প্রেমের সম্পর্ক ছিল আন্নি আক্তারের। ত্রিভূজ এ প্রেমের বলি বানাতেই সমুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের ফোনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহ থেকে অভিযুক্ত রবিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তাদেরই বাসার আঙিনা থেকে মাটিচাপা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুনঃ