
মিরসরাই উপজেলার জামেয়া ছকিনা আয়েশা মহিলা
মাদরাসায় খতমে বোখারী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১১ নভেম্বর) মোহাম্মদীয়া আজিজুল উলুম তেমুহানী মাদ্রাসা কর্তৃক পরিচালিত জামেয়া ছকিনা আয়েশা মহিলা মাদরাসার খতমে বোখারির অনুষ্ঠানে আখেরী সবক প্রদান করেন জামেয়া বাবুনগরের প্রধান মুফতি ও শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামেয়া ছকিনা আয়েশা মহিলা মাদরাসার সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, মাদরাসার মোহতামিম মাওলানা জমির উদ্দিন, জামালপুর মাদরাসার মোহতামিম মাওলানা মাকসুদ আহমদ, আবুরহাট মাদরাসার মোহতমিম মাওলানা শহিদুল ইসলাম, পূর্ব মায়ানী মাদরাসার মোহতামিম মাওলানা আবদুল হালিমসহ মিরসরাই উপজেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নসিহতমূলক আলোচনা পেশ করেন রামগড় কোর্টহিল জামে মসজিদের খতিব মাওলানা আখতার হোসাইন জিহাদী ও দারুল উলুম ওয়ার্লেস মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইবরাহিম আল হাসান।
দীর্ঘ আলোচনার পর আল্লামা মাহমুদুল হাসানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।