ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

মানিকগঞ্জে আদালতে ৪৮ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে ৪৮ জনকে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আজ সোমবার (১১ নভেম্বর ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া এক চিঠিতে জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করে নতুনভাবে ৪৮ জন সরকারি আইন কর্মকর্তাকে নিয়োগ আদেশ দেওয়া হয়।

প্রতিবেদকের হাতে আসা ওই চিঠিতে দেখা যায়, উপ সলিসিটর (জিপি- পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নিয়োগাদেশে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৪৯২ ধারা এবং দ্য লিগ্যাল রিমেমব্রেন্সার্স ম্যানুয়াল, ১৯৬০ এর ২ নম্বর অধ্যায়ের ১ নম্বর অনুচ্ছেদের বিধি ৯ এবং ৬ নম্বর অনুচ্ছেদের বিধি ১৭ এর বিধান মতে তাদের নামের বিপরীতে উল্লেখকৃত পদে পুনরাদেশ না দেওয়া পযন্ত নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

জানা যায়, মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ.এফ.এম. নূরতাজ আলম-বাহার ,পাবলিক প্রসিকিউটর (পিপি) ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্ঘাতন দমন ট্রাইব্যুনালে হুমায়ন কবির, পাবলিক প্রসিকিউটর ও মুহাম্মদ মাছুদুল হক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চিঠিতে দেখা যায়, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে আটজন ও জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে ২৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং জেলা জজ আদালতে সহকারী সরকারি কৌঁসুলি হিসেব আব্দুল আউয়াল খান কে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা জজ আদালত অতিরিক্ত সরকারি কৌসুলি হিসেবে মোঃ ইউনুছ আলী সিকদার ও সাহিদুজ্জামান এবং জেলা জজ আদালত সহকারী সরকারি কৌসুলি হিসেবে ৭ জনের নাম নিয়োগ বিঞ্জপ্তিতে প্রকাশ করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এ.এফ.এম. নূরতাজ আলম-বাহার বলেন, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে আমাদের বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিজ্ঞ আদালতকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো।

শেয়ার করুনঃ