
লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার প্ররোচণা মামলায় গ্রেপ্তার চারজনকে দুইদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তাঁদের চারজনের জামিন আবেদন না মঞ্জুর করা হয়। আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন এই আদেশ দেন। এর আগে এ মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হয়। পরে দু-পক্ষের আইনজীবির দীর্ঘ শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
নিহত মোস্তফা রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ও লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।
অভিযুক্তরা চার সাংবাদিক হলেন, জাকির হোসেন মোস্তান, বেলায়েত হোসেন বাচ্চু, জাকির হোসেন ও শাখাওয়াত হোসেন। তারা দৈনিক ইত্তেফাক, যায়যায় দিন, সমকাল ও মানবকণ্ঠের রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
তবে গ্রেপ্তারকৃতদের পরিবার ও সাংবাদিক সমাজের দাবি, সংবাদ প্রকাশের জন্য তথ্য সংগ্রহে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন ওই চার সাংবাদিক।
উল্লেখ্য, ব্যাংক থেকে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তথ্য সংগ্রহ করতে ব্যাংকে যান ওই চার সাংবাদিক। গেলো রবিবার (২৭ নভেম্বর) রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মোস্তফা তারেক রবিনের মৃত্যু হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ২৮ অক্টোবর নিহতের স্ত্রী শারমিন আক্তার রিমু বাদী হয়ে ওই চার সাংবাদিকের নামে মামলা করেন। ঘটনার দিন বিকেলেই পুলিশ অভিযুক্তদের আটক করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।