
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বাদী হয়ে নাশকতার পরিকল্পনার দায়ে গত কাল আটক ৩ আওয়ামীলীগ নেতাসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,সহ সভাপতি আবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদক ক্যানুওয়ান চাক, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, সহ মোট ৬৪ জন নেতাকর্মীর নাম দিয়ে ও আরো ২০-৩০ জনকে অজ্ঞাত নেতা কর্মীদের আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এর আগে রবিবার দিবাগত রাত নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুল হক এর নেতৃত্বে সন্ত্রাস ও নাশকতার করার পূর্ব পরিকল্পনার অপরাধে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৩ নেতাকে আটক করেছিল। সোমবার (১১ নম্বেভর) সকালে ওই ৩ জন সহ ৬৪ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০-৩০ জন আওয়ামীলীগ নেতার নামে নাশকতার পরিকল্পনার দায়ে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাকঢালা বাজার এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র মো : সিরাজুল হক (৬০), নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি’র ৭ নং ওয়ার্ডের মেম্বার: মোঃ আলী হোসেন ( ৪৩), সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃত মৌলভী জাগের হোসেনের ছেলে মোঃ ফয়েজুল্লাহ ( ৪২)।
আটককৃত আসামিদের ১১ নম্ভেবর সকালে সংশ্লিষ্ট ধারায় এস আই মোঃ ইউসুফ বাদী হয়ে মামলা দায়ের পূর্বক বান্দরবান আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায় আটক ৩ নেতাসহ বাকি আসামিদের বিরুদ্ধে নাশকতাসহ নানান অভিযোগ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুল হক ৩ আওয়ামীলীগ নেতাকে আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা ঠিক রাখা ও জনসাধারণের নিরাপত্তার জন্য প্রশাসন এ অভিযানে পরিচালনা করেছেন। এ ছাড়া দেশর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশৃঙ্খলা সৃষ্টি কারিদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে বাকি আসামিদের গ্রেফতার করা হবে।