
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে একাডেমি ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন ফরিদপুর ম্যাটসের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি করে চলছে।
তারি অংশ হিসাবে আজ শনিবার বেলা ১১ টায় শিক্ষার্থীরা তাদের চৌদ্দতম দিন ক্লাস পরীক্ষা বর্জন করার পাশিপাশি একাডেমিক ও প্রশাসনিক ভবন তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে। ম্যাট্টাস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক শেখ নাঈম আবরার এর সভাপতিত্বে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স ক্যারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন,কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ ও পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার করতে হবে। চৌদ্দ দিন ধরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি।আজ আমরা অনির্দিষ্ট কালের জন্য একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি। আমরা দাবি আদায় না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন।