
সোহেল সরকার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শনিবার গভীর রাতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে মার্বেল, ফুচকা ও মোবাইল ফোনের ডিসপ্লে। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের কোতোয়ালী থানার মো. শাহ আলম (৪৩), সুনামগঞ্জের দোয়ারাবাজারের মো. কাশেম (৫০) ও একই এলাকার রতন মিয়া (২৯)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।পুলিশ জানায়, আশুগঞ্জ থানার এস.আই. গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে গত ১০/১১/২০২৪ মধ্যর রাত সারে ১২টার দিকে সেতুর কাছে অভিযান চালান। অভিযানে একটি পিকআপ থেকে ৩৬ বস্তায় ১,০৮০ কেজি জিরা, ১২ কার্টনে ৬০০ প্যাকেট ফুচকা, ১২৫ বস্তায় ১২ লাখ ৫০ হাজার পিস মার্বেল এবং ২৪ কার্টনে চার হাজার পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।