
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আয়োজনে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতিতে পথসভা করেছেন।
শনিবার বিকেলে মোরেলগঞ্জ শহরের মেইন মেইন ুসডপ প্রদক্ষিণ শেষে নব্বই রাশি বাসস্থানের গোলচত্বরে মোরেলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক পল্লী চিকিৎসক জুরেন্দ্র নাথ মজুমদার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শাখার সদস্য সচিব শাহাবুদ্দিন খান, উপজেলা শাখার মুখপাত্র হেমায়েত উদ্দিন আহমেদ প্রথম। উপস্থিত জনসাধারণের সামনে বক্তারা বলেন,বর্তমান বাজারের দৈনিক নিত্যপন্য বাজারের দ্রব্য মূল্য চরম আকার ধারন করায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সিমাহীন ভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষ এখন হতাশ। এসময়ে সাধারণ কৃষক ও শ্রমিকদের উত্পাদিত ফসল ও মালামাল ব্যবহার করাসহ ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে রেহাই পেতে সকলকে নালাখান্দ পরিস্কার ও সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান।