
আলীকদম উপজেলার ৩নং নোয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া নামক এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে (৫৭) বিজিবি।
বান্দরবান আলীকদম উপজেলা ৩নং নয়াপাড়া ইউনিয়ন বাগানপাড়া এলাকায় চোরাকারবারিরা চালানের উদ্দেশ্য মাদক দ্রব্য মজুদ রেখেছে এমন গোপন সুত্রে একটি চোরাচালান বিরোধী ৫৭ বিজিবি ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে জঙ্গলের ভিতর তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩,৪০০ পিস ইয়াবা মাদক উদ্ধার করা হয়।
আজ রবিবার (১০ নভেম্বর ২০২৪ইং) তারিখ দিবাগত রাতে ৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি এর নির্দেশনায় মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।
৫৭বিজিবির ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ বদর উদ্দিন কামাল হোসেন পিবিজিএম এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল ও পুলিশ সদস্যের সমন্বয়ে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ২ কিলোমিটার উত্তর দিকে বাগানপাড়া নামক এলাকায় জঙ্গলের ভিতর তল্লাশি করা হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এব্যাপারে আলীকদম থানায় একটি সাধারণ ডায়েরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সুত্রে জানাযায়।