পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রবিবার সকাল থেকেই গুলিস্তান জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এদিন সকাল ১১ টার পর থেকে কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে গুলিস্থান আ.লীগ পার্টি অফিসের সামনে মিছিল নিয়ে আসছে বিএনপির বিভিন্ন অংগ-সংগঠনের নেতা-কর্মীরা। দুপুর একটার দিকে তাদের মিছিলের সামনে 'জয় বাংলা' স্লোগান দিয়ে বিপাকে পড়েন এক যুবক। উচ্চস্বরে জয় বাংলা স্লোগান দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলে বিএনপিসহ গুলিস্থানে অবস্থানরত ছাত্র-জনতা। পরে তাকে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যদিও তাতক্ষনিক তার নাম পরিচয় জানা যায়নি।
এর আগে দুপুর ১২ টার দিকে ছাত্রলীগ-যুবলীগের কর্মী সন্দেহে তিনজনকে মারধোরের পর পুলিশে হস্তান্তর করেছে আন্দোলনরত ছাত্র-জনতা।
ডিআই/এসকে