
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগকে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে ফরিদপুর মহানগর যুবদলের নেতা ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে শহরের সদর হাসপাতাল সড়ক হতে একটি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ের সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাসাস আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ (মানা), ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম সহ প্রমূখ।
বক্তরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সকল মামলা প্রত্যাহার করে মুক্তি দেওয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জোর দাবি জানান।
বক্তারা আগামী ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বেনজীর আহমেদ তাবরিজকে দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থনে মেয়র হিসেবে দেখতে চাই বলে সমাবেশে দাবি করেন।উক্ত সমাবেশে হাজার হাজার লোকের উপস্থিতিতে শহরের আলোড়ন সৃষ্টি হয়। মোঃ বেনজির আহমেদ তাবরিজকে পৌর মেয়র হিসাবে দেখতে চাই বলে আনন্দ উল্লাস মেতে ওঠেন।