
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের দেয়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের দাবীতে নাইক্ষংছড়িতে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী। সভায় প্রধান অতিথি ছিলেন,বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী।
তিনি বলেন, এ জনসমাবেশ টেস্টি সভা মাত্র। এতো লোক হবে তিনি কল্পনাও করতে পারেন নি। এ সভায় দুর্গম পাহাড় থেকে পাহাড়িদের আগমনে তিনি অভিভূত।
তিনি আরো বলেন, এ সভার জন্যে নেপথ্যে যারা কাজ করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, তারেক জিয়ার দেশ সংস্কারে ৩১ দফা প্রস্তাব অত্যন্ত বাস্তবসম্মত। যা অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে। দলের নেতা কর্মীদের মিথ্যা মামলা সত্ত্বর প্রত্যাহার করতে হবে।
এছাড়া দলের নেতা কর্মীদের মিলে-মিশে কাজ করার জন্যে আহবানও জানান তিনি।
উপজেলা বিএনপি নেতা নুরুল কাশেমের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপির অধ্যাপক ওসমান গণি,সা শৈ প্রু, জাহাঙ্গীর আলম, আমির হোসেন আমু,মুজিবুর রহমান,মশিউর রহমান মিঠুন,থোয়াইনু অং চৌধুরী,উম্মে কুলসুম সুলতানা লীনা,আবু তাহের চৌধুরী, আবুল আশেম,হারুন আর রশিদ,আবুল হায়দার বাবুল,আরিফুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি বিএনপি নেতা ওফোসা মার্মা,সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু,জেলা ছাত্রদল নেতা আবু বক্কর, নাইক্ষ্যংছড়ির ইয়াহিয়া চৌধুরী মামুন, সাইফুদ্দিন বাহাদুর ,সবেক চেয়ারম্যান রশিদ আহমদ ও সাংবাদিক আবদুর রশিদ,হায়দার কোম্পানি, নুরুল হক কোম্পানি ডা: সালা থোয়াই মার্মা ও উপজেলা যুবদলের ডা: মিজানুর রহমান প্রমূখ।