
আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার পৌর বিএনপি’র উদ্যোগে বিকেল ৪ ঘটিকার সময় রায়পুর বাসস্ট্যান্ডে মেহেরুন নেছা হাসপাতাল প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ ঘটিকার সময় পৌর বিএনপির সভাপতি এবি এম জিলানির সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহের মেয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ বাহাদুর, বিএনপি নেতা অ্যাডভোকেট জাকির হোসেন, এডভোকেট এমরান হোসেন, আনিসুল হক, ইকবাল পাটোয়ারী, সাবেক ছাত্রদল সভাপতি সুজন পাটোয়ারী,এডভোকেট আনোয়ার, কাউসার মোল্লা, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফয়সাল আহমদ সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী গান। বক্তাগণ তাদের বক্তব্যে নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন আগত নেতা কর্মীদের মাঝে।
রায়পুর পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপি’র সভাপতি এভিএম জিলানী বলেন আগামী সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচন নির্বাচন হবে সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সকল নেতাকর্মীদের কাছে উর্দাত্ব আহ্বান রইল, আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সবাইকে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের সকল সমস্যা নিরসনে সর্বদা প্রস্তুত থাকতে হবে বলে তিনি জানান।