
ব্রাহ্মণবাড়িয়ার কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলম এর নতুন কমিটি ঘোষণা হয়েছে শুক্রবার (৮ নভেম্বর) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে বিশিষ্ট ছড়াকার হুমায়ুন কবিরকে সভাপতি, উপস্থাপক ও নৃত্যশিল্পী আবদুল মতিন শিপনকে সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মুরাদ আল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি।
কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ফাহিম মুনতাসীর, সহ-সভাপতি এম এম ইকরাম, সহ-সভাপতি ইফতেহারুল হক সোহান, সহ-সভাপতি আদিত্ব্য কামাল, সহ-সভাপতি আফসানা জাহান শশী, সহ-সভাপতি কোহিনূর আক্তার প্রিয়া, সহ-সভাপতি শাহাদাত হোসেন সোহেল, সহ-সভাপতি যুবায়ের রহমান, সহ-সভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, দপ্তর সম্পাদক মো: ইকরাম হোসেন, প্রচার সম্পাদক রকিবুল হাসান অন্তর ও কার্যকরি সদস্য করা হয়েছে সুমন সাহাকে।