
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রদল ও মহিলা দলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমকের নেতৃত্বে চিলমারী সরকারি কলেজ মাঠ থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চিলমারী সরকারী কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের শান্তিনগর এলাকা থেকে উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেগম চায়নার উদ্যোগে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।