ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

নাইক্ষ্যংছড়ি ও রামুতে মিধিলির প্রভাবে রবি শস্যের ব্যাপক ক্ষতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও পাশ্ববর্তী রামুর গর্জনিয়া-কচ্ছপিয়ায় ঘুর্ণিঝড় মিধিলি”র প্রভাবে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি এসব এলাকার আগাম শীত কালীন শাক,সবজির ক্ষয়ক্ষতি হয়েছে।
বঙ্গপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে বৃহস্পতিবার রাত থেকে (১৮ নভেম্বর) শনিবার ভোর বেলা পর্যন্ত টানা বৃষ্টি ও প্রচন্ড বাতাসে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ও রামুর গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের আমন ধান এবং শীতের আগাম শাক-সবজী চাষ, ফলজ,বাগানের কিছুটা ক্ষতি হয়েছে। পাকাধান ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়ায় এখানকার কৃষকেরা হতাশা।

রামু উপজেলার কচ্ছপিয়ার কৃষক জহির,জামাল ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউপির কৃষক আমিরুজ্জামান,আলি আহমদ সহঅনেকে জানান, অন্যান বছরের চেয়ে এ বছার সময়মত বৃষ্টি হওয়ায় ফলন ভাল হয়েছিলো। কিন্ত ঘুর্নিঝড় মিধিলি”র প্রভাবে অধিকাংশ ধান মাটিতে পড়ে যায়। একারণে এসব এলাকার কৃষককের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে কৃষক এর স্বপ্ন মাটিতে নুয়ে পড়ছে। রামুর গর্জনিয়া-কচ্ছপিয়ার ২ ইউনিয়ন ও
নাইক্ষ্যংছড়ির সদর, বাইশারী, দৌছড়ি,ঘুমধুম ও সোনাইছড়িসহ ৫ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ কৃষককের সাথে কথা হলে তারা জানান,ঘুর্নিঝড় এর কারনে আমাদের ফসলের বেশি ক্ষতি হয়েছে। আবার ঘূর্ণিঝড় মিধিলার করণে ছিলাম বিদ্যুৎহীন তাই অনক বাড়ী ঘরের রক্ষিত ফ্রীজের মালামাল নষ্ট হয়ে গেছে।

অপরদিকে সাদা সোনার দেশ নামে খ্যাত বাইশারীতে ঘূর্নিঝড়ে রবার বাগানের তেমন ক্ষতি হয়নি বৃষ্টির কারণে রাবারের কষ আহরন বন্ধ থাকায় ক্ষতি হয়েছে ওই সব শ্রমীকদের।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি জানান, ফসল সহ আগাম সবজী ও বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এভাবে নাইক্ষ্যংছড়ির ৫ ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মানুষের কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায় নাই। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আবছার জানান

নাইক্ষ্যংছড়ি কৃষি অফিসার এনামুল হক, জানান কৃষি মাঠ কর্মীরা সরজমিনে পরিদর্শন করেছন এবং কৃষকদের মাঝে পরামর্শ দিয়েছেন। কিছু পাকাধান মাটিতে পড়ে গিয়ে আংশিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াতাড়ি পাকাধান গুলো কেটে ফেললে তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তিনি আরো জানান, উপসহকারী কৃষি অফিসারগন একারণে মাঠে রয়েছেন, ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে কৃষকদের বড় ধরনের কোন ক্ষতি হয়নি। আংশিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কচ্ছপিয়া ইউনিয়নের দায়িত্বপ্রপ্ত উপ-সহকারী কৃষি অফিস জহিরুল ইসলাম জানান, অনেক কৃষকের আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়ছে এজন এসব এলাকার কৃষকের ফসলের আংশিক ক্ষতি হয়েছে। তবে আগাম শাক-সবজির তেমন ক্ষতি হয়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা সাংবাদিকদের জানান, ঘুর্ণিঝড় মিধিলি “র কারনে উপজেলায় কোন বড় ধরনের ঘটনা ও হতাহতের খবর ও পাওয়া যায়নি। তিনি ঘুর্ণিঝড় মিধিলি আসার আগেই প্রতিটি ইউনিয়নে
জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা কথা বলেন।

শেয়ার করুনঃ