
হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি ভারতীয় গাজা সহ দুজনকে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশ ।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ীর এসআই মাহমুদ ও এএসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম আদাঐর ইউনিয়নের রাজনগর এলাকায় অভিযান পরিচালনা করে বডি ফিটিং অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন । গ্রেফতারের সময় দুই আসামির বডিতে পাঁচ কেজি করে গাজা কষ্টেপ দিয়ে বাঁধানো ছিল ।
গ্রেফতারকৃত আসামিরা হলো, ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শিপন মিয়া (৩৩) ও মোহনপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রিপন মিয়া (২২) ।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।