
পটুয়াখালীতে নিখোঁজ’র দুই দিন পরে নদীতে ভেসে উঠলো আল আমিন খন্দকার নামের এক যুবকের মরদেহ। উক্ত আল আমিন’ খন্দকার এর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউপির ৯ নং ওয়ার্ডে। তার পিতার নাম খালেক খন্দকার।সুত্রে জানা গেছে,৬ নভেম্বর আনুমানিক সকাল ১০ টার দিকে সাদা পোষাক পরিহিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (আপগাড়ি) সদস্যদের ধাওয়া খেয়ে পটুয়াখালী ব্রীজের পশ্চিম পাশের তুলাতলা নামক স্থান থেকে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয় আল আমিন খন্দকার।এদিকে ৮নভেম্বর শুক্রবার ভোরে লাউকাঠী ইউপির ৮ নং ওয়ার্ডের সরকারি গোডাউন ঘাট সংলগ্ন নদীতে নিখোঁজ আল আমিন’র মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশ কে জানায়।পরে পুলিশ এ মরদেহ টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানান।