
পটুয়াখালীতে গলাচিপার চিকনিকান্দি ইউপির কালারাজা গ্রামের মোঃ খলিল হাওলাদার(৩৪) হারিয়ে গিয়েছে। তার পিতার নাম মৃত হামেদ হাওলাদার এবং তার উচ্চতা -৫ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল -লম্বাকার,গায়ের রং শ্যামলা,মাথার চুল কালো।
সে গত ১-১১- ২০২৪ তারিখ আনুমানিক রাত ৭ টার সময় হারিয়ে গেছে। এ ব্যাপারে তার ভাগিনী রানী বেগম (৩৪) পিতা মোঃ হারুন মোল্লা, গ্রাম – আদালত পাড়া, ৫ নং ওয়ার্ড পটুয়াখালী পৌরসভা থানায় একটি জিডি করেছেন।পটুয়াখালী সদর থানার উক্ত জিডি নং ৩৪৪ তারিখ -৭-১১-২০২৪।