
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বি,এন,পি ও অঙ্গ সংগঠন ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে শহরের স্থানীয় পৌর মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এড. এম.এ মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, জেলা বিএনপির বিপ্লবী ও কারা নির্যাতিত সংগ্রামী নেতা জেলা বি,এন,পির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকীসহ জেলা যুবদল, আহবায়ক শামীম মোল্লা ছাত্রদলে শাহিনুর রহমান শাহিন সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমরা আজ এই স্বাধীনতা ভোগ করতে পারতাম না। সমাবেশ শেষে একটি র্যালী বের হয় র্যালিটি পৌর মুক্ত মঞ্চ থেকে বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টি,এ রোডে রেলগেট ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সামনে এসে শেষ হয়।