
কুড়িগ্রামের রাজিপুরে বর্ডার হাট পুনরায় চালুর দাবীতে মানববন্ধন করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি শাখার উদ্যোগে বালিয়ামারী বর্ডার হাট পুনরায় চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব, শিপন মাহমুদ, রাজিবপুর উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা জামাত নেতা মাওলানা মফিজুল ইসলাম বলেন ,দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ জামায়াতি ইসলামী রাজিব পুর শাখার উদ্যোগে বর্ডার হাট বন্ধ রাখতে গত ২৫ জুন কুড়িগ্রাম জেলা প্রশাসকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ জানান, রাষ্ট্র থাকলে লেনদেন হবে। ভারত আমাদের প্রতিবেশি। উভয় রাষ্ট্রের জনগণের স্বার্থে বর্ডার হাট চালু করা জরুরি। সরকারও তাই চায়। উল্লেখ্য, সরকার পতনের পর ৭ আগষ্ট থেকে বর্ডার হাটটি বন্ধ রাখা হয়।