
বেতাগী বরগুনা প্রতিনিধি:
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে জাগো ফাউন্ডেশনে সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১২ টায় কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ইউএনও-এর সাথে একই বিদ্যালয় এর শতাধিক শিক্ষার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আয়োজিত সভায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ – বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন, এনজিও সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সহ-সভাপতি ইশরাত জাহান লিমা, সাধারণ সম্পাদক আবু জাফর, পাবলিক রিলেশন আফিসার সোহানুর রহমান সৈকত, কমিটি মেম্বার আরিফুল ইসলাম মান্না, মাঈনুল ইসলাম তন্ময়, তৌহিদ হোসেন, রাইসা সিকদার, মো. জিহাদ প্রমুখ। বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ,কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৮ শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা শিফা, আদ্রিতা হালদার মম, নাবিলা জান্নাত, খাদিজা, ইসরাত জাহান মুক্তা, হনুফা আক্তার, হাফসা আলম, সাদিয়া আক্তার ইমা।
এসময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে সেনিটাইজেশন, ডিবেটিং ক্লাব, লাইব্রেরী, ক্যান্টিন স্থাপন, টাস্ক ফোর্স গঠন সহ নারী শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর হওয়ার আহ্বান জানান। এছাড়াও দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার নির্মান ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনায় স্কুল নিকটবর্তী দোকান সমূহের অস্বাস্থ্যকর খাদ্য তৈরির অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এই আয়োজনের মাধ্যমে আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং নারী শিক্ষার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়েছি। অতি দ্রুত আমরা সকল সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং নারী শিক্ষার হার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এতো সুন্দর একটি আয়োজন করার জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলাকে ধন্যবাদ জানান।