
অভিভাবকদের অসস্তোষের কারণে পদত্যাগ করলেন নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। বুধবার কয়েকশ ছাত্রছাত্রী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিদ্যালয়ের অফিস কক্ষ ঘিরে স্লোগান দিতে থাকে । এসময় কিছু উত্তেজিত ছাত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের রুম ভাংচুর করে।
পরিস্থিতি স্বাভাবিক করতে অন্যান্য প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষক ও ম্যানেজিং কমেটির কয়েকজন সদস্য বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেন। এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক সকল শিক্ষার্থী ও সকল শিক্ষকদের সামনে পদত্যাগ পত্র দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।
বিদ্যালয়টির শ্রেনীকক্ষ দখল করে ১৬ বছর যাবৎ পরিবার নিয়ে বসবাস, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বানিজ্যসহ বেশকিছু অভিযোগে কিছুদিন থেকেই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করে আসছিল।
এই বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি নাসরিন আক্তার পদত্যাগ পত্রটি পেয়েছেন বলে নিশ্চিত করেন।