ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

আত্রাইয়ে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সভাপতি রেজু, সম্পাদক তছলিম

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আত্রাই উপজেলা শাখার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে সভাপতি পদে শেখ মো: রেজাউল ইসলাম আনারস প্রতীক ৪৮৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ এমদাদুল হক পিন্টু চেয়ার প্রতীক ৫৮

সাধারন সম্পাদক পদে মোঃ তছলিম উদ্দীন মোরগ প্রতীকে ২৯৫ ভোট,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেঃ আব্দুল মান্নান সরদার,মাছ প্রতীকে ২২৬,কামরুজ্জামান চৌধুরী ফুটবল প্রতীকে ০৩ এবং এসএম বেদারুল ইসলাম টিপু ঘোড়া প্রতীকে ১৬ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে
আবু বক্কর সিদ্দিক মই প্রতীকে ৩৩০ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান গোলাপ ফুল প্রতীকে ২৪৬ ভোট,মোঃশাহাজাহান আলী খান,মোটরসাইকেল প্রতীকে ৬৯ ভোট,
এসএম আব্দুল হাই লিটন,দোয়াত কলম প্রতীকে ৩২ ভোট,মোঃহাফিজুর রহমান ছাতা প্রতীকে ১৮০ ভোট এবং আব্দুস সালাম মন্ডল কাপ পিরিচ প্রতীকে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বুধবার উপজেলার আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ে চারটি বুথে আটটি ইউনিয়ন বিএনপির ৫৬৮জন সদস্যের মধ্যে ৫৪৫জন ভোটার হিসেবে ভোট প্রদান করেন। এদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন,সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জনসহ মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এদিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্ণেল (অব:) আব্দুল লতিফ খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিনুল হক বেলাল, আলহাজ্ব মামুনুর রহমান রিপন,শফিউল আজম রানা, সদস্য এসকে এম ইকবাল, শ,ম আল কাফি তুহিন ও শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ভোটের ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুনঃ