মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধ।।পটুয়াখালীর কলাপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জনসভা জন সমুদ্রে পরিণত হয়েছে। বুধবার( ৬ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউপির পাখিমারা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এ সময় আরব বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খন্দকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রিয় নেতা এবিএম মোশাররফ হোসেনকে দেখতে দুপুর তিনটা থেকে উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে এসে পৌঁছায়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, পূর্বের যেকোন সময়ের চেয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। বিএনপি মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে নেয়ার জন্য ১৬ বছর ধরে আন্দোলন করছে। দীর্ঘ ষোল বছর পর মানুষে আজ স্বাধীন ভাবে কথা বলতে পারছে। এই স্বাধীনতা যাতে কোন ভাবে বিলীন হতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে হবে। পরাজিত শক্তিরা এখনো নানা ধরনের ষড়যন্ত্র করছেন বলে জানান তিনি।