
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় মো. ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি সামুদ্রিক লম্বু পোয়া মাছ। মঙ্গলবার ( ৫ নভেম্বর ) রাতে সাগরে জাল ফেললে মাছটি আটকা পরে। মাছটি বিক্রি করেন ১০ হাজার টাকায়।জানা যায়, জেলে ইলিয়াস মাঝি উপজেলার কুয়াকাটা গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মুলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা, কোড়াল মাছ শিকার করেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী ফিসের আড়তে উঠায়। নিলাম ডাকে আলা-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি দরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।মাছটি পাওয়া জেলে মো. ইলিয়াস মাঝি বলেন, ২২ দিনের অবরোধ কাটিয়ে আমরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম। লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি পেয়ে অনেক আনন্দ হচ্ছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছটির নাম লম্বু পোয়া।বছরে ২বার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞায় মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারনে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাশ, পোয়া, কোড়ালসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।