
পাবনার ঈশ্বরদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই পা হারিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মিজানুর রহমান নামে এক যুবক। বুধবার (৬ নভেম্বর) সকালে ঈশ্বরদী জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভাসান বুকগ্রামের নূরবক্স হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই যুবককে কয়েকবার রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে দেখা গেছে। জংশন স্টেশনের ট্রেন সান্টিং এর সময় হটাৎ সে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে তার হাঁটুর নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ওই যুবক মিজানুর রহমান জানান, জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তাকে কেউ কাজে নিতে চায় না। এতে পরিবার ও স্বজনদের কাছে ব্যাপক অবহেলিত হয়ে অভিমানে আত্মহত্যার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন তিনি।