
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার : খাস নক্স বন্দী মুজাদ্দেদী তরিকার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁতে খাস নক্স বন্দী মুজাদ্দেদী তরিকার উদ্যোগে মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া হযরত আয়েশা রাঃ মহিলা মাদ্রাসাতে আজ বুধবার ০৬ নভেম্বর ২০২৪ সকাল ৯থেকে ২টা পর্যন্ত এক মহতি জলসার আয়োজন করা হয়েছে৷
সভাপতিত্ব করেন মুফতি আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন প্রভাষক নওগাঁ উল্লাসপুড় ফাজিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ মাষ্টার টেইনার ইসলামিক ফাউণ্ডেশন নওগাঁ । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
উক্ত ওয়াজ মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)জীবন আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ,সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷উপস্থিতি ছিলেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খাস মোজাদ্দেদিয়া তরিকার ভক্ত ও মুসল্লী বৃন্দ৷