প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ
কালিগঞ্জের পল্লীতে গৃহবধুর উপরে হামলা, বসতবাড়ি ও মালামাল ভাঙচুর

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জের পল্লীতে গৃহবধুর উপরে হামলা, বসতবাড়ি ও মালামাল ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
ও এঘটনায় স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র মামুন গাজী (৩৫) ইট ভাটার টাকা নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আঃ হাকিম মোলার স্ত্রী রিজিয়া পারভীন (৩০) কে চর থাপ্পড় কিল ঘুষি সহ মারধোর অভিযোগ উঠেছে।
মারপিটের ঘটনাটি গত সোমবার (৪ নভেম্বর) দুপুরে ঘটেছে। এঘটনায় হাকিম মোলার স্ত্রী রিজিয়া পারভীন মারাত্মক ভাবে যখম হয়েছে।
এবং কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে রিজিয়া ও তার স্বামী হাকিম মোল্লা বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে তার বসত ঘরে থাকা ফ্রিজ এবং আলমারিসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে মামুন গং। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সততা নিশ্চিত করেণ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.