বাগেরহাটের মোরেলগঞ্জ নিশানবাড়ীয়া ইউনিয়ন ও শরণখোলার ধানসাগর ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে “মাদক না বলি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করি” এই শ্লোগানকে সামনে রেখে আগামী দিনে মাদক নির্মূল করার জন্য ঐক্যবদ্ধভাবে এলাকাবাসী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় পর্যায়ে মাদকাসক্তদের পূনর্বাসন করার লক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে নির্বাহী অফিসারের কার্যালয় কমিটির উপদেষ্টা প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী আকন, অধ্যক্ষ আব্দুল আলিম হাওলাদার, কমিটির সভাপতি মো. হুমায়ুন মুন্সী ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন ফরাজীসহ নবাগত নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় উপস্থিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনের জন্য, মাদককে নির্মূল করার জন্য বিভিন্ন মতামত ব্যক্ত করা হয় এবং কমিটি নেতৃবৃন্দর সাথে পরিচয় পর্ব শেষে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন।
নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম সকলকে আশ্বস্ত করে বলেন, মাদকের সাথে বাল্যবিবাহ প্রতিরোধ অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ একমত পোষণ করেন।