রাজশাহীর বাগমারায় "সমন্বিত কৃষি ইউনিট " মৎস্য খাতের আওতায় মৎস্য চাষীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৫ নভেম্বর/২৪) বিকেল পাঁচ টায় শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর জাহাঙ্গীরের পুকুর পাড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উচ্চ মূল্যের চিতল-কার্প জাতীয় মিশ্র চাষ পদ্ধতি বিষয়ে চাষীদের অবহিত করা হয় ।
সমন্বিত কৃষি ইউনিট মৎস্য খাতে অর্থায়ন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশ।
মৎস্যচাষী তছের আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শতফুল বাংলাদেশ এর মৎস্য কর্মকর্তা রনি হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মুফাসসিরুল করিম, সহকারী কৃষি কর্মকর্তা মাহাতাবুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা (আরএমটিপি) সানোয়ার হোসেন, লিফ শাহ্জাহান আলী সরদার , মৎস্যচাষী রোখসানা খাতুন, আক্কাস আলী, মুক্তার হোসেন সহ আরও অনেকে। উপস্থিত অংশীজনদের মৎস্যজাত খাদ্য উপহার হিসেবে প্রদান করা হয়।