স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী আসামি সন্ত্রাসী ও চাঁদাবাজ বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকার কোতোয়ালি থানার পুলিশ।
কোতোয়ালি থানার ওসি এনামুল হক বলেন,সে কোতোয়ালি থানার মামলা নং ১ তাং ৩/১১/২৪ এর আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বোরহান উদ্দিন স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী আসামি। তার নামে ধানমণ্ডি থানায় মামলা আছে যার নং-১/১৩৬ নং মামলার ৬৫ নং যাত্ৰাবাড়ী থানাৱ ৮৩৭/২৪ নং মামলার ৪৭ নং দক্ষিনখান থানার নর্দান ইউনিভার্সিটি ভাঙচুরের ঘটনার ২১/২৪
তারিখ ৩১/১০/২৪ নং মামলার আসামী।
গত ৩১ অক্টোবর লুৎফুর রহমান সানি ও বোরহানউদ্দিন সন্ত্রাসী বাহিনী নিয়ে নর্দান ইউনিভার্সিটিতে গিয়ে ব্যপক ভাঙচুর করে। তাদের বাহিনীর হাতে ২০ জন মারাত্মক ভাবে আহত হন। এরপর ছাত্ররা ধাওয়া দিয়ে তাদের বাহিনীকে বিতাড়িত করে। পরে যৌথ বাহিনী এসে তাদের দুইজনকে আটক করে নিয়ে যায়।
উল্লেখ্য,৬ জুলাই ও ৮ জুলাই সন্ত্রাসী হামলা করে বিশ্ববিদ্যালয় ভাঙচুর করে। এব্যাপারে মামলা হয়েছে। বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি স্বৈরাচার শেখ হাসিনার সহযোগী আসামি তাদের নামে ধানমণ্ডি থানায় মামলা আছে যার নং-১/১৩৬, আসামী বোৱহান উদ্দিন- ৬৫ নং এবং লূৎফৱ ৱহমান সানী-৬৬ নং আসামী।
যাত্ৰাবাড়ী থানাৱ মামলা নং-৮৩৭/২৪,আসামী বোৱহান উদ্দিন-৪৭ নং এবং লূৎফৱ ৱহমান সানী-৪৯ নং আসামী।
দক্ষিনখান থানার নর্দান ইউনিভার্সিটি ভাঙচুরের মামলা নম্বর ২১/২৪।
এই মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে ছিল।
ডিআই/এসকে