
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ভূমিহীনদের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর গ্রামের। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গনিপুর হতে আচিনঘাট পর্যন্ত পাকা রাস্তায় কিছু জমি ভূমিহীন পরিবার নান্টু, মুনসুর আলী, সান্টু, মজনুর জমিতে পড়ে । তাদের দাবী মাত্র বারো শতাংশ জমিতে চারটি পরিবার বসবাস করেন। কিছু কলা আমগাছ লাগিয়ে লালনপালন করছেন। তাঁরাও রাস্তা চান। কিন্তু পাশে পুকুর পাড়ে খাসজমিজমা রয়েছে। পুকুরপাড় বেধে রাস্তা নির্মাণ সম্ভব।ওই খাস জমিতে তারা গাছপালা লাগিয়ে ফল ভোগ করতে চান। সেখানে পুকুরপাড়ে গাছ রোপণ করলে মৎস্য চাষে বিঘ্ন ঘটবে বলে স্থানীয় প্রভাবশালী একই গ্রামের মৃত ডুবনার ছেলে মোহাম্মদ আলী, আহাম্মদ আলী, আব্দুস সাত্তার সহ কয়েকজন বাধার সৃষ্টি করেন। সেকারণে তাঁদের সামান্য জমিতে রাস্তা দিতে রাজি নন। ভুক্তভোগীরা জমির পাশে পাটখড়ি দিয়ে বেড়া দিয়ে রেখেছিলেন। তাদের ভাষ্য, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্ধ শতাধিক লোকজন নিয়ে বেড়াটাটি ভেঙ্গে মঙ্গলবার রাস্তা নির্মাণের জোর চেষ্টা চালিয়েছেন। এ বিষয়ে গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ৬০/৭০ জন নয়, গ্রামের প্রায় সমস্ত মানুষ সেখানে ছিলেন। ভূমিহীনদের পাশের জমিতে গাছপালা লাগাতে দিয়ে কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব কী না এমন প্রশ্ন চেয়ারম্যান কে করলে তিনি উত্তরে বলেন, আপনি তাদের গাছ রোপণ করতে বলেন। ঘটনাস্থলে এসে সত্য তুলে ধরতে অনুরোধ করেন।