
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধারসহ ও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মো.মানিক ও রবিন।
মঙ্গলবার (৫ নভেম্বর ) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন,সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একজন কলার গাজীপুরের কালিয়াকৈর বোয়ালিয়া ইউনিয়নের সোনাতলা বাজার থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ফোন করে জানান, সেখানে একটি মাছবাহী মিনিট্রাকে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। কলারের দেওয়া তথ্যে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি মিনি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩ টা কার্টন থেকে মোট ৪৮ কেজি গাজা উদ্ধার করে এবং ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মানিক ও রবিন।
এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
ডিআই/এসকে