ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

“ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু”র অভিযোগ স্বজনদের

নুরুল আলম:: খাগড়াছড়ি পার্বত্য জেলায় এখনো রোগিদের চিকিৎসা সেবায় ডাক্তারদের অবহেলা থামেনি। সময়টা গত শনিবার রাত সাড়ে ১০টা। দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার মো: কোরবান আলী (৪৫) নামের এক রোগীকে বুকে ব্যথা জনিত কারণে তার স্ব^জনরা নিয়ে আসেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

কর্মরত মেডিকেল উপ-সহাকারী অফিসার সুগত চাকমা রোগীকে প্রাথমিক চিকিৎসা নিয়ে রোগীকে ইসিজি করার পরামর্শ প্রদান দেন।অটো গাড়ি যোগে বোয়ালখালী বাজারের উদ্দেশ্যে রওনা করেন রোগির স্বজনরা। রাস্তায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ই নিয়ে আসলে মেডিকেল অ্যাসিস্টেন্ট পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে বলে আত্মীয় স্বজনরা হাসপাতালের ডাক্তারকে দোষারোপ করে রোগীর আত্মীয় স্বজনরা। মৃত্যু কোরবান আলী বড়ভাই মো: মাহতাব খাঁ জানান, আমার ছোট ভাই কোরবান আলী রাত পেটে প্রচন্ড ব্যথা অনুভূতি হয়। দ্রুত হাসপাতালে নিয়ে আসি ডাক্তার তাকে হার্টের ঔষধ খাইয়ে দেয়।

পরে ইসিজি কারার জন্য বোয়ালখালী ডায়াগনিষ্ট সেন্টারের নিয়ে যাওয়ার পথে অশঙ্কাজনক দেখে আবার হাসপাতালে নিয়ে ডাক্তার ত্রিলোক চাকমা পরীক্ষা নিরীক্ষা করে দেখে মৃত ঘোষনা করেন।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ত্রিলোক চাকমা জানান, কোরবান আলী পেটে ব্যাথায় উঠান স্থানীয় ফামের্সী থেকে ঔষধ খাইয়েছে আমার কাছে সেই ঔষদের স্লিপ দেখিয়েছে। পেটে ব্যথা না কমায় তাকে হাসপাতালে নিয়ে আসে হার্ট এ্যাটার্ক এর ঔষধ খাইয়ে দেই। তাকে দ্রুত ইসিজি করতে ডয়াগনিষ্ট সেন্টারের পাঠাই।

পথিমধ্য থেকে তাকে আবার অশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে চেক করে দেখি মারা গেছে। আমাদের হাসপাতালে রোগীকে কোন ধরনের অবহেলা করা হয় নাই। হার্ট এ্যাটার্ক এর রোগীকে কালক্ষেপন করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু ঝুকি বেশি থাকে।

দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে বলে আত্মীয় স্বজনরা হাসপাতালের ডাক্তারকে দোষারোপ করলে রোগীর আত্মীয় স্বজন ও মেডিকেল অ্যাসিস্টেন্ট দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে আমি অফিসার ও ফোর্স সহ দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রন করি। মৃতের আত্মীয় স্বজনকে সান্তনা দিই। পরবর্তীতে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সরকারী এ্যাম্বুলেন্স যোগে পুলিশ প্রহরায় মৃত মোঃ কোরবান আলী(৪৫) কে বেতছড়ি তার নিজ বাড়ীতে আত্মীয়-স্বজনের জিম্মায় প্রদান করা হয়।

শেয়ার করুনঃ