
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ৪ নভেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নতুন স্কাউট সদস্যদের জন্য ওরিয়েন্টেশন ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ এর প্রশিক্ষক ও সহকারী লিডার ট্রেনার (পিআরএস) জনাব ফারহানা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডিআইইউ-এর মাননীয় উপাচার্য এবং এয়ার রোভার স্কাউট গ্রুপের সম্মানিত গ্রুপ সভাপতি অধ্যাপক ড. এম. লুৎফর রহমান,
বিশেষ অতিথি ছিলেন ডিআইইউ এর ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং লিডার ট্রেইনার মো. হামজার রহমান শামীম, উপ-পরিচালক বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চল উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জনাব নাজমুল হাসান (পিআরএস, উডব্যাজার) রোভার স্কাউট লিডার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ।
অনুষ্ঠানের শুরুতে নবাগত স্কাউট সদস্যদের ফুল দিয়ে স্কাউটিং পরিবারে স্বাগত জানানো হয়। এ সময় ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সাফল্য এবং অর্জনসমূহের একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে উপস্থিত সবাইকে স্কাউট গ্রুপের ইতিহাস ও কার্যক্রমের সাথে পরিচয় করানো হয়। ওরিয়েন্টেশনে নবাগত ৫৭ জন রোভার স্কাউটদের স্কাউটিং-এর মৌলিক বিষয়াদি যেমন স্কাউট আন্দোলনের ইতিহাস, নৈতিকতা, নেতৃত্বের বিকাশ, সামাজিক দায়িত্ব এবং স্বোচ্ছাসেবি হিসেবে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে সাম্প্রতিক জাতীয় ও সামাজিক কর্মকাণ্ডে রোভার স্কাউটদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি অধ্যাপক ড. এম. লুৎফর রহমান স্কাউটদের প্রশংসা করে বলেন, “স্কাউটিং শুধুমাত্র একটি আন্দোলন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি জীবন দর্শন, যা মানবিক গুণাবলি ও নেতৃত্বের বিকাশে সহায়ক। ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপ ইতোমধ্যে দেশব্যাপী প্রশংসিত হয়েছে, বিশেষত ট্রাফিক নিয়ন্ত্রণ, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এবং জরুরি যোগাযোগ স্থাপনের মতো কার্যক্রমে তারা অসামান্য ভূমিকা রেখেছে।”
বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, “স্কাউটিং যুবসমাজের জন্য একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা, যা তাদের দক্ষতা ও মানবিক গুণাবলি বিকাশে সহায়ক। ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্যরা দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।” জনাব মো. হামজার রহমান শামীম তার ব্যক্তিগত জীবনের স্কাউটিং অভিজ্ঞতা শেয়ার করে নতুন স্কাউটদের স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন এবং বলেন, “ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন।”
ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের এই অনুষ্ঠানটি নবাগত স্কাউটদের জন্য একটি নতুন যাত্রার সূচনা হিসেবে কাজ করবে। তাদের সামাজিক দায়িত্ব, নেতৃত্বের বিকাশ, এবং দেশসেবার প্রতি আগ্রহের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। অনুষ্ঠানের শেষভাগে স্কাউট সদস্যরা উপদল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে, যা তাদের স্কাউটিংয়ের কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।