নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন চাপরাশিরহাট পূর্ব বাজার এলাকায় দধি ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় দেড় কেজি গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ব্যবসায়ি মো.আবুল বাশার প্রকাশ বাদশা (৪৭)কে আসামী করে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।
সোমবার (০৪নভেম্বর)বিকালে নোয়াখালী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুল হামিদ জানান,নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন চাপরাশিরহাট পূর্ব বাজার আবুল বাশার মেম্বার দধি ষ্টোর নামীয় দোকান ঘর থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ি মো.আবুল বাশার প্রকাশ বাদশা'কে গ্রেফতার করা হয়েছে।
এসময় আসামিরর নিকট হতে আলামতের হিসেবে গাঁজা ১ কেজি ৫ গ্রাম,ইয়াবা ট্যাবলেট ৪০ পিস ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
তিনি জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে কেম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) সালের ৩৬(১) সারনির ক্রমিক নং- ১০(ক) ও ১৯ (ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে,আসামী মো.আবুল বাশার প্রকাশ বাদশা (৪৭) এর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ডিআই/এসকে