
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: রাতের আধারে ঘরে বসে জেলা বিএনপির কাউন্সিলে ঘোষিত জয়পুরহাট থানা ও পৌর বিএনপি’র অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে পাঁচবিবিতে স্লোগান সহ এক মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের যৌথ উদ্যোগে আজ রবিবার সন্ধ্যা ৭টায় এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে স্লোগানসহ এক মশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বারোয়ারি মন্দির চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
থানা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,থানা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল,আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রিন্সিপাল নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পাঁচবিবি পৌর বিএনপির সদস্য
হারুনুর রশিদ সজল, জেলা যুবদলের সদস্য সোহেল রানাসহ আরো অনেকেই।
From