
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর বন্দরটিলা বাজারের রাস্তার পাশে নির্মল চন্দ্র রায় ও বিমল চন্দ্র রায় এর জুয়েলারী দোকানে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে জমিদার পক্ষের মোঃ মাসুদ গং তালা ঝুলিয়ে দিয়েছেন।
চট্টগ্রাম ৩য় সিনিয়র সহকারী জজ ও ঘরভাড়ার নিয়ন্ত্রক আদালত, চট্টগ্রাম ৩০ দিনের মধ্যে দোকান সংস্কার করে ভাড়াটিয়া নির্মল চন্দ্র রায়কে বুঝিয়ে দেওয়ার জন্য বললেও জমিদার মোঃ মাসুদ গং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো নতুন করে দোকানে তালা লাগিয়ে দিয়েছেন। ভাড়াটিয়া নির্মল রায় দোকান খুলতে গেলে এবং দোকানের সামনে ময়লা পরিস্কার করতে গেলে জমিদার মোঃ মাসুদ গং বাধা প্রদান করেন এবং উল্টো নানা রকম হুমকি ধমকি দিয়ে দোকান খুলতে দেননি এবং দোকানের সামনে দীর্ঘদিনের ময়লা আবর্জনা পরিস্কার করতে দেননি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোকজন পরিস্কার করতে আসলে তাদেরকেও তাড়িয়ে দেন। অভিযোগ রয়েছে মোঃ মাসুদ শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন নানা রকম অপকর্ম করে আসছেন বন্দরটিলা এলাকায় এবং স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে এতদিন দোকানটি সংস্কার করতে খুলে দেননি। নির্মল রায় সিনিয়র সহকারী জজ ও ঘর ভাড়া নিয়ন্ত্রণ আদালত, চট্টগ্রাম বরাবরে গত ১৫/০৬/২০২৩ইং তারিখে একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নং-ঘরভাড়া-২৭/২৩। এ বিষয়ে ইপিজেড থানার এস.আই মোঃ সাজ্জাদ বলেন, নির্মল রায়ের পক্ষে আদালতের আদেশ রয়েছে। আদালতের রায় অনুযায়ী আমরা জমিদারকে দোকান সংস্কার করে খুলে দিতে বলেছি। এ বিষয়ে জমিদার মোঃ মাসুদ বলেন আমরা রায়ের বিরুদ্ধে আপীল করেছি। উল্লেখ্য, ১৯৯৮ সালে ১ম পক্ষ জমিদার মোহাম্মদ নুরুল ইসলাম এর কাছ থেকে ২য় পক্ষ ভাড়াটিয়া নির্মল চন্দ্র রায় ও বিমল চন্দ্র রায় দোকানটি ১ লক্ষ ৪০ হাজার টাকা সালামী মূলে দখল স্বত্ব নিয়েছেন।