
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি ভারতীয় গাজা সহ দুজনকে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশ ।
রবিবার (৩ নভেম্বর) ভোর ৬টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ীর এস আই বুলবুল আহমেদ এর নেতৃত্বে তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকা থেকে একটি মিনি পিকআপে বহনকারী ৩০ কেজি ভারতীয় গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার তেতুলতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৭), ও একই জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে রুবেল (২২) ।ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ প্রক্রিয়াদিন ।