ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

আকাশি বিল মৎস্যজীবী লীগ নেতার দখলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি ‘জলমহাল ‘

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলার ধরন্তি আকাশি বিলের সরকারি বিলমোড়ল গজারিয়া কুড়ি জলমহালটি দখল এবং বেআইনীভাবে ফিশিং কার্যক্রম শুরু করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক আহ্বায়ক দূর্গাচরণ দাসের বিরুদ্ধে। দূর্গাচরণ দাস উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের বিপ্রচরণ দাসের ছেলে।সূত্রে জানা যায়, উপজেলার আকাশি বিলের পশ্চিম অংশে বিলমোড়ল গজারিয়া কুড়ি, চান্নিকুড়ি, দুল্লাই, আশা, ছাপন ঠাহরা ও গোদাইরা নামে ৬টি অংশ জলমহাল রয়েছে। এই জলমহাল গুলো ২০১৯ সালে ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক দূর্গাচরণ দাস ইজারা পায়। পরবর্তীতে গলানিয়া মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মো. নবী হোসেন বাদী হয়ে মহামান্য হাইকোর্ট ইজারা বাতিল চেয়ে রিট পিটিশন দাখিল করেন যাহার মামলা নং ৫৫১৯/১৯। এর প্রেক্ষিতে মাননীয় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ০৫/১২/২০২১ তারিখে এই ইজারা বাতিল করে পূনরায় ইজারা দেয়ার আদেশ দেন। উক্ত আদেশের বিরুদ্ধে দূর্গাচরণ দাস মহামান্য সুপ্রীম কোর্টে লিভ টু আপিল মামালা করেন যাহার মামলা নং ২৮৮০/২২, উক্ত আপিল মামলা বর্তমানে শুনানীর অপেক্ষায় আছে।

এমন অবস্থায় স্থানীয়রা জানান, বিলটিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে বেআইনীভাবে ফিশিং কার্যক্রম শুরু করে দিয়েছে দূর্গাচরণ। কারণ বিলের পানি শুকিয়ে যাচ্ছে। ফলে সরকার রাজস্ব থেকে বঞ্ছিত হওয়ার পথে। ধর্মতীর্থ মৎস্যজীবি সমবায় সমিতির লোকেরা সরকারকে দায়ে রেখে স্থানীয় মহাজনদের সহিত যোগসাজস করে রাজস্ব ফাঁকি দিয়ে বিল ফিশিং করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সরেজমিন দেখা গেছে, বিলমোড়ল গজারিয়া কুড়ি জলমহালের বাকী ৫টি অংশ অশিদ দাস, রতন দাস, প্রাণ কুমার দাস, হাদিম হোসেন, দুলাল মিয়া মন্টু মিয়া, নন্দলাল দাস, বাচ্চু মিয়া, হোনারো, হরি সরকার, ইদ্রিছ মিয়া ও বসু দাস এবং রাধাচরণ দাস এই জলমহালে বিস্তৃত হাওর জুড়ে চাটীপাটির বাঁধ দিয়ে এলাকার গরীব নিরিহ মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করেছে। তাদেরকে বাঁধ নিমার্ণের কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন, এই বাঁধ দূর্গাচরণের, আমরা দূর্গাচরণ দাসের কামলা হিসেবে কাজ করছি।

গলানিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নবী হোসেনের অভিযোগ, বিলমোড়ল গজারিয়া কুড়ি জলমহালসহ বাকি ৫টি অংশ দূর্গাচরণ দাস বিভিন্ন লোকের কাছে মোটা অংকের টাকা নিয়ে সাব ইজারা দিয়ে দিয়েছে। সে আওয়ামী লীগের নেতা পরিচয়ে দাপট দেখিয়ে আমাদেরকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে প্রতিনিয়ন হুমকি দিয়ে আসছে।এ বিষয়ে জলমহাল দখলদার দূর্গাচরণ দাস বলেন, ২০২৪ সালের রাজস্ব দিতে মতামতের জন্য জেলা প্রশাসক মহোদয় উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত এখনো হাতে পায়নি। রাজস্ব না দিয়ে বাঁধ নির্মাণের কারণ জানতে চাইলে তিনি আরো বলেন, এই বিল আমার দখলে আছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়া বলেন, আইনি মতামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। মতামত আসার পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ