ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান গণতন্ত্রের পথে প্রথম পদক্ষেপ:-ফরহাদ হোসেন আজাদ

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো.ফরহাদ হোসেন আজাদ বলেছেন-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক রূপ দেওয়ার লক্ষ্যে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন। তিনি (শহীদ জিয়া) দেশের মুসলিম ঐতিহ্যের ওপর জোর দিয়ে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনকে তুলে ধরেন, যা দেশের সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করে।
১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তিনি (শহীদ জিয়া) ‘আরপিও’ (আলটারনেটিভ রিফর্ম পলিসি অর্ডার) এর মাধ্যমে প্রথমবারের মতো ‘বহুদলীয় গণতন্ত্র’ পুনঃপ্রবর্তন করেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের এই অবদান আজও দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
মো. ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশে ফ্যাসিষ্ট সরকার বিদায় নিলেও তাদের অনুসারিরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই জাতীয়তাবাদী চেতনার জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
তিনি আরও বলেন, এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের পুণরুদ্ধার হয়েছে।
আগামী দিনে জনতার ভোট অনুষ্ঠিত হবে, মানুষের ভালোবাসা নিয়ে তাদের মন জয় করতে হবে। তাদের সুখে দুঃখে পাশে থেকে সহযোগীতা করতে হবে।
তিনি শনিবার (২ নভেম্বর) পঞ্চগড়ের বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা ও বোদা পৌর জিয়া পরিষদের উদ্যোগে শহীদ জিয়া ও আমাদের গণতন্ত্র বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী মো. কায়েদে-ই-আজম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক খালেদা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে জিয়া পরিষদ বোদা উপজেলা ও পৌর শাখা আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রভাষক মো. জাকারিয়া কে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মতি কে সাধারণ সম্পাদক করে বোদা উপজেলা কমিটি এবং সামিউল ইসলাম রন্টু কে সভাপতি ও মহব্বত হোসেন সাজু কে সাধারণ সম্পাদক করে বোদা পৌর কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুনঃ