
গত খুলনার দৌলতপুর থানার কালীবাড়ি বাজারে গত ২৮অক্টোবর দিনে দুপুরে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ২নারী আটকসহ নগত টাকা ও স্বর্ণালংকার উদ্বার করেছে র্যব-৬।
ঐদিন দুপুরের ডাকাতদল একটি প্রাইভেটকারে করে খুলনার দৌলতপুরে অবস্থিত দত্ত জুয়েলার্সের সামনে এসে পিস্তল,চাপাতি ও অন্যান্য দেশি অস্ত্রের মুখে দোকান মালিককে জিম্মি করে।
এসময় দোকানের ট্রেতে রক্ষিত স্বর্ণের কানের দুল, আংটি, গলার চেইন ও অন্যান্য তৈরিকৃত স্বর্ণালংকারসহ প্রায় ৩০ (ত্রিশ) ভরি স্বর্ণালংকার যার অনুমানিক মূল্য ৪০ (চল্লিশ লক্ষ) টাকা এবং আনুমানিক ২ লক্ষ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।
চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ ,(স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ডাকাতির সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২ নভেম্বর দিবাগত রাত ০০.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ৪নং ওয়ার্ডের একটি বাড়ি হতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানার দূর্গকাঠি স্বরুপকাঠি গ্রামের স্বামী-আব্দুল আজিজ হাওলাদার এর স্ত্রী মোসাঃ কহিনুর বেগম (৫৫) ও বরগুনা জেলার বেতাগি থানার দক্ষিণ হোসনাবাদ গ্রামের স্বামী-আব্দুল জলিল এর স্ত্রী শাহারিন সুলতানা (২১) কে গ্রেফতার করে।
তাদের হেফাজত হতে নগদ ১,৩৩,০০০/-(এক লক্ষ তেত্রিশ হাজার) টাকা, স্বর্ণের নাকফুল ৪৯ পিস, ০৩ টি এন্ড্রুয়েড মোবাইল ও ০২ টি বাটন মোবাইল উদ্বা করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।